বিনিময় -
আলী মোঃ ইউসুফ
Published on: আগস্ট 23, 2016
বিনিময়ে না বুঝে চেয়েছি অনেক কিছু,
না বুঝে তুমি দিয়েছ উজার করে সবটুকু ।
আমি ছিলাম মানুষ রুপি এক হিংস্র প্রানি,
পেয়ে সব টুকু ছেরে চলে এসেছিলাম তোমায় ।
তোমার শেষ মিনতি ছিল আমার ভালোবাসা টুকু,
কিন্তু আমি তোমায় অবহেলায় ফিরিয়ে দিয়েছি বারবার।
সে অশ্রু চোখে আমি বুঝিনি কতোটা ভালোবাসা তাতে।
শেষ বিনিময় টুকু তোমার যখন বুঝেছি আমি,
তুমি শুধু চেয়েছিলে সেই অফুরন্ত ভালোবাসাটুকু,
যা তোমার কাছে আমার ছলনা ছাড়া কিছুই ছিলনা।
তোমার পুরো পৃথিবী জুড়েই ছিলাম শুধু আমি।
আমি বুঝেছি তোমার ভালোবাসা , আমায় ঘৃণা করো আজ তুমি।
তোমার সবটুকু ঘৃণা আজ আমায় ঘিরে।
আমি বুঝেছি তোমার ভালোবাসা, তুমি চেয়েছীলে আমায় তোমার পৃথিবী বানাতে…।
আমি পায়ে ঠেলে ছুড়ে ফেলে দিয়েছিলাম তোমার ভালোবাসা,
তুমি ক্ষমা করো আমায়………।
ফিরে এসো আমার আকাশ তলে নয়তো বা নিয়ে যাও তোমার আকাশ পাণে।

Add to favorites
1,882 views