বিপ্রতীপ… -
ডাকাবুকো
Published on: নভেম্বর 8, 2016
তুমি হলে ভোর আকাশের উঁকি দেয়া রবি
আমি হলাম তোমার রূপের ভিন্ন প্রতিচ্ছবি।
তুমি হলে শিশির কণায় আলতো রোদের ছোঁয়া
আমি হলাম চায়ের কাপের উড়ে যাওয়া ধোঁয়া।।
তুমি হলে নীল আকাশে শঙ্খচিলের ডানা
আমার কেবল ঐ আকাশে উড়তে ভীষণ মানা।
তুমি হলে সন্ধ্যাকাশে রঙ্গিন তুলির খেলা
ব্যস্ত আমি ফাইলে বন্ধী কাটে আমার বেলা।।
তুমি হলে চাঁদকুমারী, চাঁদেই তোমার বাস
ফুটপাথের ঐ নিয়ন আলোয় করছি তোমায় গ্রাস।।

Add to favorites
1,065 views