বিবর্ণ বিরোধ -
রুপক চৌধুরী
Published on: ডিসেম্বর 25, 2017
তোমাকে ভাঙ্গতে গিয়ে গড়ে ফেলি নতুন তোমায়,
পৌরনিক পাখিটির মতো,
রক্ত নয় ভষ্মথেকে সৃষ্টি হয়,
নতুন অজস্র ভ্রুন তোমার,নতুন উল্লাসে ।
তোমাকে মুছতে গেলে পেয়ে যাই,
কোথাও কোন নতুন লিপি,
যুগের ভার বহন করে যারা মাটি চাপা থাকে,
বুকে লয়ে বিগত সময়ের সাতকাহন,
সন্মিলিত সুষমায় হয়ে যায় একদিন নতুন কবিতা,
তোমার স্তুতিতে মেতে থাকা গল্প সম্ভার ।
তোমাকে লুটতে গেলে নিজে হই সর্বস্বান্ত,
অনির্বচনীয় ক্লেশে পরাজিত সৈনিক,
বিশাল সাগর বুকে পথভোলা তৃষার্ত নাবিক,
আ্যলবাট্রাস হত্নারক এক অভিশপ্ত প্রাণ,
মুক্তির প্রবল মোহে পরিশেষে,
অবিরত খুঁজে যাওয়া ঈশ্বরীয় করুণা ।
*
আ্যলবাট্রাস-ইংরেজ কবি স্যামুয়েল টেইলর কোলরিজ রচিত কবিতা “The Ancient Mariner”এ উল্লেখিত পাখি,জাহাজের ছাদে বসা সে পাখিটিকে নাবিক হত্যা করে, পরিশেষে সে নাবিককে চরম দৈব বিপর্যয়ের সন্মুখীন হতে হয় ।

Add to favorites
468 views