বিবর্ণ স্বপ্ন -
জিনিয়া আফরোজ
Published on: ডিসেম্বর 28, 2016
এই পথে একদিন স্বপ্ন ছিলো,
স্বপ্নেরা উড়তো মেঘে মেঘে।
লাল,নীল,হলুদ,সবুজ,বেগুনী আরও হরেক রকম
স্বপ্ন!
নীল খামের স্বপ্নেরা আজ বাক্সবন্দী,
কালো বাক্স!
বাক্সবন্দী স্বপ্নগুলো আবারো উড়তে চাই,
অস্থিরর মন ভাঙ্গতে চাই নিয়ম,
হতে চাই অবাধ্য,
পরাস্থ হতে চাই কারো বাহুবলে!
অস্ফুট কথাগুলো চোখ বড় বড় করে চেয়ে
থাকে,
অজান্তেই কিছুটা পথ ছুটে চলে,
স্বপ্ন দেখতে চাই এই মন চিরাচরিত নিয়ম মেনে,
জীবন তার রং বদলাতে চাই রংধনুর ছোয়ায়,
কিন্তু তুমি নামক শব্দটা আজও লেপ্টে আছে
জীবনের পরতে পরতে!
শব্দটা বার বার মনে করিয়ে দেয় স্পষ্ট একটা
মুখের চিহ্ন,
মনে করিয়ে দেয় ভালোবাসা দিয়ে কেনা কিছু
অশ্রুজলের কথা,
মনে করিয়ে দেয় মিথ্যা দিয়ে মোড়ানো এক
অতীতের গল্প!
তবুও…….
দুঃখ লেপ্টে থাকা এই জীবনে আজও স্বপ্ন
আসে,
বার বার আসে…..
তুমিহীনা এক বিবর্ণ স্বপ্ন!

Add to favorites
1,121 views