বিবস্ত্র অপ্সরী -
আসাদুজ্জামান শাওন
Published on: মার্চ 7, 2018
বিবস্ত্র অপ্সরী
আসাদুজ্জামান শাওন
—————————————–
অমাবস্যার পথ ধরে হেঁটে যাচ্ছিলে তুমি
অদৃশ্য হচ্ছিলে ক্রমশ গাঢ় কালো অন্ধকারে
অশ্বিনী কবি বুঝতে পারেন তোমায়!
কবি জানেন –
বিষাক্ত শহরের অসংখ্য অলি-গলির নখের আঁচড় তোমার শরীরের দেয়ালে
ফুটপাতের ল্যাম্পপোষ্টগুলো জানেন-
প্রত্যহ সন্ধ্যায় স্নিগ্ধ নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে থাকো তুমি – কারো অপেক্ষায়,
যদিও ও’রা কেউ তোমার প্রেমিক নন;
সভ্যতার পিচঢালা পথগুলো চিনতে পারেন ধূসর অবয়ব – ছায়া তোমার,
এমনকি এ শহর জানে তোমার পরিচয়!
ফ্ল্যাটের চারদেয়ালে আটকে থাকে হাজার বছরের পুরানো বিধ্বস্ত শীৎকার তোমার
বিছানার চাদরের ভাঁজে মুখ থুবড়ে পড়ে থাকে তোমার শরীরের ঘ্রাণ।
মনে পড়ে! একবার প্রভাতে উদ্দেশ্যহীন পথভ্রমণে বলেছিলাম –
তোমার শরীরের ঘ্রাণ প্যারিসের দুর্লভ পারফিউমের থেকে সুগন্ধী;
সেবার আমাদের পথভ্রমণ ছিলো – ‘প্যারিস ট্যু রোম’।
শহরের সবক’টা খোলা জানালায় ঝুলছে বক্ষবন্ধনী তোমার – বাতাসে উড়ছে,
মার্বেল পাথরের মেঝেতে পড়ে থাকে মুমূর্ষু অন্তর্বাস তোমার।
কংক্রিট এর সিঁড়িগুলো জানে তুমি চোখে কাজল পড়ো – এতো কালো!
গাঢ় রক্তিম লিপস্টিক ঢেকে দিচ্ছে গোলাপী অধর,
ফার্মেসীর ব্র্যান্ডের কনডমগুলো হারিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে।
ইট-পাথরের শহরের কাকগুলো তোমায় দেখছে
গোটা শহরের কঙ্কালগুলো শুষে নিচ্ছে ঘ্রাণ – তোমার নগ্ন শরীরের
কামাতুর খুলীগুলো তোমায় খুঁজে চলছে – তুমি চলে যাচ্ছো ;
ও’রা তোমার নরম হাতে রঙিন কাগজ গুঁজে দিচ্ছে।
তোমার বুকে প্রগাঢ় ঘুমে তলিয়ে আছে একটা ঘুমন্ত শহর এসব কবি জানেন!
একদিকে শহর তোমায় বিবস্ত্র করছে
আর অন্যদিকে –
পৃথিবীর কোন এক প্রান্তে
জ্বলন্ত ক্যানাভিস হাতে একজন কবি
কবিতার অক্ষর দিয়ে ঢেকে দিচ্ছে তোমার শঙ্খ শরীর;
অক্ষরগুলো নীল শাড়ী হয়ে যাচ্ছে।

Add to favorites
719 views