বিষণ্ণ সময় -
আলী আহম্মেদ
Published on: নভেম্বর 28, 2016
অনেক দিন হয় লিখিনা
ময়লা জমে গেছে ডায়েরীর পাতায়
তুমিও চলে গেছ সেই কবে?
তোমার ফেরার নাম নেই
ছন্দেরা হারিয়ে গেছে
তাদেরও ফেরার তাড়া নেই!
জীর্ণশীর্ণ অবস্থায় পরে আছে ইচ্ছে গুলো
শব্দ গুলোতে না পাওয়ার কত হাহাকার
কলমের কালীতে শুকনো অভিমান
বুকের ভিতর মরা নদী
প্রান্তরে প্রান্তরে মরু মরীচিকা
লালচে রঙ ধরেছে সাদা কাগজে
অসময়ের অমাবস্যায় ঢেকে আছে চাঁদখানি
থমকে থমকে চলে যাচ্ছে সময়!
খুব ইচ্ছে করে একটা কবিতা লিখি
কবিতার অস্তিত্ব জুড়ে রবে তুমি
কবিতার নাম দিবো
সময় ও বিষন্নতায় ঘেরা তুমি।
তবে শব্দ খুঁজে পাইনা
সেই বিকেল থেকে
যেদিন মেঘকালো আধাঁর করে
হারিয়ে গেছো অনেক দূরে
আর আমি পরে রয়েছি একটা ভাঙ্গা করে
আপন অস্তিত্বহীন তোমার অস্তিত্বের একটা বিষণ্ণ স্বপ্ন নিয়ে।

Add to favorites
996 views