বিষণ্ন উষ্ণতা -
Mithila
Published on: মে 19, 2019
মাঝে মাঝেই ভীষন জ্বরে ভোগী আমি।
হাড় কাপুঁনী দিয়ে জ্বর আমায় মরনের যন্ত্রণা বুঝায়। এই তো ক’দিন আগেও জ্বরে ভোগলাম।
আমি খেয়াল করে দেখলাম যখনি তোমায় প্রচন্ড রকম অনুভব করি
ঠিক তখনি জ্বরের আগমন হয়।
এটা কেমন যোগসূত্র জানা নেই।
জ্বর হলেই আমি লক্ষ করেছি এমন ঘোরে চলে যাই যে,
এতো মরন যন্ত্রণার ভীড়েও চোখ বন্ধ করলেই
তোমার হাসিটা ঘিরে থাকে আমায়।
জানো,
তোমার হাসিটায় কেমন একটা মাদকতা আছে।
সাথে হাসিটার ভিতর কেমন জানি একটা পৈশাচিক ভাব। তবুও ভালো লাগে আমার। পৈশাচিক যন্ত্রণায় হারিয়ে যেতে ইচ্ছে করে আমার।
কি অদ্ভুত ভালো লাগা আমার
এতটাই অনুভব করি যে আমি জ্বরের যন্ত্রণা ভুলে যাই!
জানো,
এখন জ্বর এলেও আর গায়ে লাগে না।
জ্বর এলেই তো তুমি আরো বেশি আমার মস্তিষ্কে বসতভিটা বানাও,
জ্বর এলেই তোমায় কাছে খুব কাছে পাই।
জ্বর এলেই খুব ইচ্ছে করে কপালে কারো হাতের স্পর্শ থাকুক।
কানে ভেসে আসুক শাসনের কড়া শব্দ আর নিঃশ্বাস বয়ে যাক
আমার গরম নিঃশ্বাসের সাথে উষ্ঠদ্বয় ছুঁয়ে।
তোমার বাহু শক্ত করে জড়িয়ে রাখুক আমায়। ভালোবাসা এত বেহায়া হয় কেন বলতে পারো?
এত যাতনা, এত অবহেলা, এত অপমান কিছুই গায়ে লাগে না।
এতকিছুর পরও আরো তীব্র হয়ে উঠে তোমার ভালোবাসা পাওয়ার আকাঙ্খা।
তুমি যতই দূর দূর করে তাড়িয়ে দাওনা কেন,
আমি ভালোবাসার কমতি রাখবো না কখনো।
আমি শুধু ভালোই বাসতে এসেছি,
কখনো ভাব লাগাতে নয় কিংবা ভুলে যেতে নয়। তোমার এত অহংকারী আচরণ আমায় যতই ক্ষত-বিক্ষত করুক আমি সেটাই রেখে দিবো প্রাণ ভোমরা করে,
আমার হৃদয়ের গহীনে।
আর আমার ভালেবাসা ভাঁজ হয়ে থাকবে তোমার বুক পকেটে।
কখনো যদি একাকীত্ব গ্রাস করে তোমায়
ভাঁজ খুলে স্নান করে নিও ভালোবাসায়
তুমি সকল ব্যাথা ভুলে সতেজ হয়ে রবে।
আর আমার দেখা মিলবে তোমার চোখের উজ্জ্বলতায়,
তখনো ভীষণ জ্বরে কাঁপবো আমি।
১৮-০৫-১৯

Add to favorites
764 views