বিষাদের ভালোবাসা -
সেরাফিন মন্ডল
Published on: আগস্ট 30, 2020
ভালোবাসাকে টানলেই
ট্রেনের বগির মত বিষাদও পিছনে ছোটে,
কারেন্ট জাল দিয়ে ছেঁকেও
নিখাঁদ ভালোবাসাটাকে নিংড়ে
বের করে আনতে পারি না
দ্রবীভূত বিষাদে
ভালোবাসার বিপি বেড়ে যায় দিনকে দিন
চোখ বসে যেতে থাকে,
জেনারেল পেস্টিসাইডে আরো
ঘোলাটে হয়ে যায় চোখ
আর বিষাদ গা ঝাড়া দিয়ে ওঠে,
চার সতীনের মত
কোমরে আঁচল জড়িয়ে
ঘিরে ধরে
মুমূর্ষু ভালোবাসার শয্যা।

Add to favorites
900 views