বিসর্জন -
Mithila
Published on: মে 20, 2019
অবশেষে তোমার জন্য ছাড়তে হবে
এ কোলাহলপূর্ণ বিষাক্ত শহর – পিচ ঢালা ধূসর পথ
অথচ, একটা সময় – কত গভীর প্রার্থনা ছিলো আমাদের – ঈশ্বরের কাছে।
শহরে আসার জন্য,রাস্তায় হাঁটার জন্য,শহুরে ভ্রমণ; বৈরীতা উপভোগ করার জন্য; কি অদ্ভুত!
কেবল আজ তোমার জন্য এ সব কিছুই ছাড়তে হবে আমায়।
ছাড়তে হবে প্রতিদনকার মতন ছাদের দক্ষিণা হাওয়ার সাথে নিশ্চুপ গল্প
আর হিম-শীতল বাতাসে এলোকেশ ভাসিয়ে দেওয়া,বিধ্বস্ত কোমল অনুভূতি
প্রতি পূর্ণিমা রাতে যে দোলনায় বসে মেতে উঠতাম জ্যোৎস্না বিলাসে –
ছেড়ে চলে যাবো সেটাও।
খুব বেশী মন খারাপের সময় শাড়ীর সাথে যে কালোটিপ পড়া হতো
ওটা অযত্ন আর অবহেলায় সকল ব্যর্থতা নিয়ে লেপ্টে রয়েছে – আয়নার স্বচ্ছ শরীরে;
বহুদূরে অদৃশ্য হবো এটাকে ছেড়েও।
প্রিয় কাঁচের চুড়িগুলো অভিমানে ভেঙ্গে ফেলেছি ছাদের কিনারায়,
যেখানটাতে তুমি আমার চোখে চোখ রেখে দু’হাত পড়িয়ে দিয়েছিলে – সেটা ছিলো সোনালী দিন।
সাজের প্রসাধনীর মধ্যে খুব প্রিয় ছিলো আইলেনারটা
ব্যবহারের পর, চোখ মেলে তোমার কাছে শুনতে চাওয়া কথাগুলো এখন কেবলই বিবর্ণ অতীত!
সবশেষে ছেড়ে দিয়েছি এটাকেও।
তোমার দেওয়া নীল শাড়ীটাও দিয়ে দিয়েছি ফাতেমার মা’কে
সে নিজ খুশিকে আড়াল করে আমায় জিজ্ঞেস করলো –
“আফা, এইডা তো আপনার ম্যালা পছন্দ ছিলো,আমারে দিয়া দিলেন ক্যান গো আফা?”
শীতল দৃষ্টি নিক্ষেপ করে হেসে বলেছিলাম –
“একদিন প্রিয়রা এমনিতেই কিছুদিন পর অদৃশ্য হয় – মায়া কাটাচ্ছি।”
একটা সময় ছিলো –
বিকালের অস্ত যাওয়া রোদের আলোয় চিকচিক করা জলে পা ভেজাতাম;নদীর পাড়ে – সবুজ ঘাসের গালিচায় বসে।
জানো,কখনো ভাবিনি এটাও ছাড়তে হবে কারো জন্য!
গোধূলি লগ্নে যে বারান্দায় গরম কফির মগ হাতে
তোমার সাথে কতশত কথা হতো কবিতা নিয়ে,
আজ সেই প্রিয় বারান্দাকে ছেড়ে চলে যাবো – বহুদূরে।
বকুল ফুলের গন্ধে মুগ্ধ সেই আমি
আজ চিনতে পারিনা স্বয়ং বকুলকে – বকুলের ঘ্রাণকে!
আর প্রিয় কাঁশফুলে এ্যালার্জী।
সর্ষে ইলিশে আজকাল কেমন গা গুলিয়ে আসে,
ঠান্ডা এমনভাবে বন্দি করলো –
শখের আইসক্রীম ছাড়তে হলো
ফুচকাওয়ালা মামাটাকে দেখলে আজকাল দৌড়ে পালিয়ে বেড়াই।
বেণুনীও আর করা হয় না চুলে ;
মেহেদীর রাঙা রঙে কতশত আল্পনা এঁকেছি হাতে –
ভুলতে বসেছি সেটাও,
পায়েলটাকেও জলে বিসর্জন দিয়েছি সেই কবে।
তুমি আমার কতটা প্রিয় জানিনা!
শুনেছি প্রিয় মানুষের জন্য মানুষ সবকিছু ছাড়তে পারে
আমি আমার সকল প্রিয় জিনিস বিসর্জন দিয়েছি তোমার জন্য – শুধু তোমার জন্য।
২৮/০৪/১৯

Add to favorites
947 views