বিস্তৃত মায়া -
হিরণ্য হারুন
Published on: ডিসেম্বর 13, 2016
বিস্তৃত প্রান্তর প্রজ্জ্বলিত, উজ্জ্বল আলো
পাথরে সজ্জিত গোলাকার এই ধরা
নয় সেই মেঘের মতো
সন্ধ্যায় যার দ্রবীভূত সোনালী ছায়া
প্রতিভাত হয়ে উঠে
পরিপার্শ্বে ব্যাপ্ত অরণ্যছায়া
অনাগত দিনে উদ্ভাসিত নতুন জীবন
প্রতীয়মান, বিস্তৃত উপত্যকা এবং পৃথিবী
ফুলের সম্ভারে হয়ে ওঠে পূর্ণতর,
আনন্দিত দিনের স্মারক
নদী, প্রান্তর, সকল বস্তু ও প্রাণ
মনে হয় হয়ে আছে বিস্তৃত
এবং নগ্ন দৃষ্টিতে উজ্জ্বল
জীবনের উষ্ণতা, বহতা শহরের উচ্চরোল
জীবনের অসীম বিস্তৃতি, পূর্বক্ষণ অধিক সুন্দর।

Add to favorites
800 views