বিয়োগবিধুর -
ডাকাবুকো
Published on: নভেম্বর 9, 2016
কেন মা প্রান খুলে আর হাসিস না তুই
কেন আর চুলের খোপায় বাঁধিস না জুঁই
কেন তুই পড়িস না মা রঙ্গিন শাড়ী
কেন তোর নাকের ফুলে হলো আড়ি
কেন তুই নিরব মাগো নিথর হলি
কেন তোর চোখের জলের জলাঞ্জলি
কেন মা বকিস না তুই আগের মত
কেন তোর হৃদয় জুড়ে এত ক্ষত
কেন তুই ভাসিস মাগো চোখের জলে
কেন তোর কষ্ট আমায় ভাবীয়ে তোলে
কেন তুই পুড়িস ওমা ক্ষনে ক্ষনে
কেন তোর কষ্ট আমায় কাদায় শুধু অকারনে
কেন মা বুঝিস না তুই বিধির রীতি
কেন যে বাবা আমার নিলেন ইতি….!!

Add to favorites
1,009 views