বুঝেনা ওরা -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 1, 2013
কিছু কিছু মানুষ আছে,
যাকে সবাই দূর হতে ছুঁয়ে যায়
কাছে এসে দেখে না।
সবাই তাদের বারান্দা মারিয়ে যায়,
কেউ ঘর মাড়ায়না না।
যেন ওরা এক অশুদ্ধ ছোঁয়াছে রোগ!
যে কখনই তোমার ছিল না,
তাকে নিয়ে কেন এত সংশয় ?
তার অসাবধনতার এতটুকু আকর্ষণ
কেন তোমায় জাগিয়ে রাখে রাত ভর ?
বুঝে না ওরা বুঝে না!
আবেগহীন সুপ্ত চেতনায়,
আঙ্গুলের ডগায় রঙতুলির মত
কার অদৃশ্য মুখে ছুঁয়ে যায়;
সঁপে দেয় অবহেলিত সত্তা!
বুঝে না ওরা বুঝে না!

Add to favorites
880 views