বৃত্ত -
Tondra Tabassum
Published on: অক্টোবর 10, 2017
মূলবিন্দু থেকেই অামার সৃষ্টি
লক্ষ-লক্ষ বিন্দু দিয়ে টানা হয় অামার রেখা
লোকে অামার নাম দিয়েছে বৃত্ত
কেউ কেউ বলে বক্ররেখা।
কিন্তু অামিতো বক্র হতে চাইনি
অামিতো সরল-সোজা পথে গিয়ে
অসীমের অধিকার চেয়ে ছিলাম
খন্ডিতে অাবদ্ধ হয়ে কি জীবনকে চেনা যায়?
অসীম অসীম অসীম
অসীমের অধিকারই তো জীবন
জীবনকে অামি চিনি না
বক্ররেখা পথে ঘুরতে ঘুরতে
মূলবিন্দুতে গিয়ে পৌঁছাই
ওকে প্রশ্ন করি কেন তুমি অামায়
খন্ডিতে অাবদ্ধ করলে?
মূলবিন্দু মুচকি হেসে জবাব দেয়
খন্ডিতে থেকেও যে তুমি অসীমের থেকেও বড়
অামি তখন দৃঢ় দৃষ্টিতে তাকে দেখি
সে অারো বলে
সৌরমন্ডলের শক্তি ও একমাত্র অালোক উৎস
অাকর্শনীয় জ্যোতিময় ঔজ্বল্য স্ফুলিঙ্গ কিরণদাতা সূর্য
যে তোমায় ঘিরে ভূ-মন্ডল ও সৌরজগতকে অালোকিত করছে।
তুমি কি ভাবো?
“এটা কি অসীমের থেকে বড় কিছু নয়”
বৃত্ত অামি বোকা, সত্যিই অামি বোকা
মূলবিন্দু তুমি কেবলই একটা ফোঁটা,
তাই তোমার মন এত্তটা দুর্ভেদ্য
অামি অাজ খুশি, মহা খুশি
মূলবিন্দু থেকেই যে অামার সৃষ্টি।

Add to favorites
1,215 views