বৃষ্টি-কাব্য -
আসাদুজ্জামান শাওন
Published on: সেপ্টেম্বর 30, 2015
বৃষ্টি-কাব্য
আসাদুজ্জামান শাওন
_____________________________________
অনেক দিন ধরে ভাবছি!
বৃষ্টিতে ভিজবো,
ভিজিয়ে নেবো নিজের ভৌতিক
অনুভূতিহীন শরীরটাকে;
বৃষ্টির জলে।
আজ অনেকদিন হলো,
বৃষ্টিতে ভেজা হয়না আমার,
লেখা হয়না কোন বৃষ্টি-কাব্য।
জানো মহাকাল কেন?
কেন আমি ভিজতে চাইনা?
কেনইবা লিখতে চাইনা বৃষ্টি-কাব্য?
হয়ত তুমি জানো না,কিংবা হয়ত জানবেও না!
ইচ্ছে ছিল;
তোমার হাতটি ধরে,
বৃষ্টিতে ভিজবো।
আর তোমার চোখের দিকে তাকিয়ে;
আমার অসমাপ্ত বৃষ্টি-কাব্য লিখবো,
আমারই শরীরে।
সূর্যহীন ভোরের আকাশটা !
অনেকটা রংহীন স্কেচ্ লাগছে আমার কাছে,যেন ধূসর ছবি।
বাইরে তখনও বৃষ্টির ঝরে পড়া থামেনি।
পশ্চিমের জানালার কাছে এসে,
এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছি,দেখছি বৃষ্টি-বিরহে গাঁথা,
অসম বিরামহীন কান্নার প্রতিযোগিতা।
আজ সব স্মৃতি যেন ঝরে পড়ছে
বৃষ্টি-কাব্য হয়ে,
আমার ঘুণে খাওয়া জানালার কার্ণিশে,
আর আমি তাকিয়ে দেখছি তা
অবাক দৃষ্টিতে।
অনেক দিন হলো আমি কাঁদিনি;
ভেজা হয়নি বৃষ্টিতে,লেখা হয়নি কোন বৃষ্টি-কাব্য।
জানালার পাশে দাঁড়িয়ে আজ হঠাৎ করে কেন যেন,
ওয়ালেটটা বের করলাম পকেট থেকে।
মহাকালের চিরচেনা মুখের প্রতিচ্ছবিটা
এতদিনেও একটুও বদলে যায়নি;
কিংবা ক্ষয়েও যায়নি,ছবিটা !
আগের মতনই আছে,মহাকালের ছবিটা ওয়ালেটে!
বাইরে তখনও বৃষ্টির অবিরাম কান্না,
ওয়ালেটের দিকে তাকিয়ে মহাকালের জড় ছবিটা দেখছি,
আর চোখের বৃষ্টি দ্বারা
মহাকালকে স্নান করাচ্ছি।
মনে পড়ে মহাকাল!
সেদিনও বৃষ্টি ছিল আকাশ জুড়ে,
তুমি কাছে এসে ডেকে বলেছিলে আমায়,
চলোনা আর একবার বৃষ্টিতে বন্দী হই
দু’জনে।
হারিয়ে যাই চলো দু’জনে মিলে বৃষ্টির সিক্ত ভালোবাসায়।
আমি মৃদু হেসে বলেছিলাম,
চলো মহাকাল!
আজ না হয় দু’জনে মিলে বৃষ্টি-কাব্য লিখি।
তুমি আলতো হেসেছিলে,
আমার কথা শুনে।
মনে পড়ে ;
তোমার সেই বাঁধ ভাঙ্গা উল্লাস,
তুমি আমার দিকে তাকিয়ে অবাক চোখে মোনালিসার মত হাসলে,
ব্যস্ত হয়ে পড়লে,
পায়ে লাল টুকটুকে আলতার আলপনা আঁকতে।
কপালে ছিল তোমার কালো সূর্য,
গলায় জড়ানো ছিল মুক্তোর মালা,
গায়ে জড়ানো ছিল!
নীল রঙের শাড়ী,আর আমার প্রিয় তোমার এক পায়ে দৃশ্যমান নূপুর।
সবই আজ কল্পনা মহাকাল;
তোমার চলে যাওয়ার পর
আর বৃষ্টির সাথে দেখা হয়নি,
হয়নি লাল-নীল বেদনার গল্প,
হয়নি বৃষ্টিতে ভেজা,
হয়নি বৃষ্টি-কাব্য লেখা।
আজ খুব ইচ্ছে করছে মহাকাল!
একবার শুধু এসো,একবার এসে ছুঁয়ে যাও।
চলোনা আর একটা বার না হয় বৃষ্টিতে বন্দী হই দু’জনে;
হারিয়ে যাইনা চলো,
দু’জন মিলে বৃষ্টি-কাব্যে!
শেষ বারের মত বন্দী হইনা দু’জনে বৃষ্টি-কাব্যে।
এসো মহাকাল!
হাতটা বাড়াও,
আজ না হয় শুধু দু’জনে মিলে বৃষ্টি-কাব্য লিখি।
তারপর না হয় হারিয়ে যাবো,
দু’জনে!
বন্দী হবো দুই প্রান্তে,দুটি ভিন্ন মানচিত্রে।
হয়ত ইতিহাস হয়ে থাকবো,তুমি আর আমি,
আমাদেরই হাতে গড়া, বৃষ্টি-কাব্যে,
শেষ বারের জন্যই এসো,মহাকাল!
না হয় আরেকটা বার বৃষ্টি-কাব্যে ইতিহাস হয়ে থাকি দু’জনে।

Add to favorites
2,230 views