বৃষ্টি ভেজা ক্যানভাস -
আসাদুজ্জামান শাওন
Published on: আগস্ট 20, 2016
বৃষ্টি ভেজা ক্যানভাস
আসাদুজ্জামান শাওন
———————————–
অদূরের ঐ অনিকেত প্রান্তর
দাঁড়িয়ে থাকা অভিমানী অপ্সরী-
বাতাসে আন্দোলিত এলোকেশ,কপালে রক্তিম সূর্যের স্কেচ্;
দু’হাতে বন্দী অজস্র রেশমী চুড়ির সাত রং
মায়াবী দু’চোখে লেপটে থাকা কালো অবসাদ,
অধরে আঁকা গোলাপী আভা,মন খারাপের বিকেল;
নরম দু’গালে দৃশ্যমান টোল,গোধূলি লগ্ন;
অপ্সরীর শরীরে জড়ানো শুভ্র সাদা মেঘ রং শাড়ী!
নিষ্প্রাণ অভিমান নিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা প্রেমিকা আমার।
বড্ড অভিমান করে আছে সে
কথা ছিলো,মুঠো ভরে কালো মেঘ আনবো
ঝরাবো বৃষ্টি,
অনিকেত প্রান্তরের আর্টপেপারে আঁকা সবুজ গালিচার উপর দাঁড়িয়ে,
দু’জনার শরীরে আঁকবো বৃষ্টির ফোঁটার পোট্রেইট।
অথচ,প্রকৃতি কথা রাখেনি!
তার সামনে এসে ঠাঁয় দাঁড়িয়ে রইলাম আমি
মুচকি হাসি দিয়ে ডাকলাম প্রিয় নাম ধরে,
খুব কাছে এসে হাতটি ধরে,
তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে।
আহা!দু’চোখে লেপটে থাকা কালো জল রং
অশ্রুর ঢল,অদ্ভুত সুন্দরী প্রেমিকা আমার।
অপেক্ষার প্রহর বিসর্জন দিয়ে,আলতো করে ঝরিয়ে ধরলাম তাকে;
এঁকে দিলাম কপালে প্রণয়চিন্হ।
অভিমানী প্রেমিকা আমার!
ঠিক বুকের মধ্যখানে আশ্রয় খুঁজে নিলো
সমাধি দিলো মলিন অভিমান।
মৃদু স্বরে বললাম ভালোবাসি,প্রেমিকা তোমার নির্মল স্নিগ্ধ হাসি,
অতঃপর,আকাশ জুড়ে কালো মেঘের উৎসব
অনিকেত প্রান্তরে দাঁড়িয়ে থাকা তুমি-আমি,
প্রতীক্ষার মৃত্যুু এবং বর্ষা।
রং-পেন্সিলে আঁকা বৃষ্টি ভেজা ক্যানভাস্।

Add to favorites
2,614 views