বেঁচে থাকা নীলুফা বেগম -
Nilufa Begum
Published on: মার্চ 24, 2018
একাত্তরে বাবাকে হারিয়েছি
চুপি চুপি বাবা বাড়ী থেকে বের হয়ে গিয়েছিল
তাই শেষ দেখাটাও হয়নি তার সাথে
মা আর আমি দুজন দুজনকে আগলে রেখে
যুদ্ধ শেষের দিন গুনেছি, ভেবেছি স্বাধীন দেশে
বাবা আসবে ফিরে বিজয়ের হাসি নিয়ে।
চুয়াত্তরের নির্মম আকাল হানা দিয়েছিল
আমাদের দুজনের জীবনে
রিলিফের মাল চুপিসারে চলে যেত
পিছনের দরজা দিয়ে মহাজনের আরত ঘরে
ক্ষুধার দানব ছিনিয়ে নিয়ে গেল আমার মাকে।
ছানি পড়া চোখে ভিক্ষার থালা হাতে
ভিখ মাগি সেই শাষকের দুয়ারে দুয়ারে
যারা এই স্বাধীন দেশে দুর্নীতি আর শোষন করে
টাকার পাহাড়, সুউচ্চ ইমারত গড়ে তোলে।
হে স্বাধীনতা,
অসহ্য যন্ত্রনা, ঘৃণা, অবজ্ঞা নিয়ে
ডাষ্টবিনের নোংরা, উচ্ছিষ্ট খাবার খেয়ে
মুক্তি যোদ্ধার মেয়ে আমি
বেঁচে আছি সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে।

Add to favorites
583 views