বেঁচে থাকুক অভ্র জ্যোতি মজুমদার -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 12, 2015
পৃথিবীর প্রতিটি নিঃশ্বাস
নিভে যাওয়া নক্ষত্রের মত হারিয়ে যাওয়া প্রতিটি বিশ্বাস
বেঁচে থাকুক শহস্র শতাব্দী ধরে, যুগে যুগে
নব আবিস্কারে আবারো কলপাড়ে ছত্রাক জমার মত
পৃথিবীর কোলে ঘুমন্ত শিশুর মত
নিশ্চিত হোক বেঁচে থাকা, মমতার কোমল পরশে
না হয় দিলেম আমার সংরক্ষিত সব আয়ুস্কাল ছুঁড়ে
তবু বেঁচে থাকুক কিছু প্রাণ;কিছু অসহায়ত্বের হোক অবসান।
না হয় হলো আমার অকাল মৃত্যু,
না হয় হলোনা দেখা সবুজের গায়ে শিশির বিন্দুর সঙ্গম
জননীর হাতে খেজুর-গুড়ে মাখা মুড়ির মোয়া
হয়ত প্রয়োজনের বেশী বেঁচে থাকা দুর্বিসহ ছিল
না হয় বাকি থেকে গেলো আমার এক জীবনের কিছুটা
তবু বেঁচে থাকুক কিছু প্রাণ
কিছু অসহায়ত্বের হোক অবসান।
বেঁচে থাকুক অভ্র, মেঘদুতের শুভ্রতায় স্বচ্ছ মেঘখন্ড হয়ে
আমার আয়ুস্কাল নিয়ে।

Add to favorites
1,696 views