বেওয়ারিশ লাশ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 6, 2017
পথে-ঘাটে, ডোবা-নালা, ডাস্টবিনে
কার্টন-বস্তাবন্দি লাশ, কখনো মাথাহীন দেহ
আতংক কেবল বাক্স উন্মূক্ত করা পর্যন্ত
পুলিশ আসে জনতার ভির ঠেলে,
অস্বীভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটনে অভ্যন্তরিন অংগ ব্যবচ্ছেদ
করোটি, গলা, বুক, পেট খোলা শেষে
স্টোমাক-ইনটেস্টাইন, হ্নদপিন্ড-কিডনি, লাংস-লিভার, ব্রেইন
সম্পৃক্ত লবন পানিতে সংরক্ষন করে পরীক্ষার আরো এক ধাপ
অতপর, ব্যবচ্ছেদকৃত অংশে পড়ে সেলাই!
ময়নাতদন্তের নামে আহা! শবকে সর্বাবস্থায় মারো
সবশেষে পরিত্যাক্তের বৃদ্ধাঙ্গুলিতে ট্যাগ ঝুলে পড়ে
যত্নের সাথে লিখা থাকে বেওয়ারিশ নাম্বার একশো তেত্রিশ।
জন্মসূত্রে কেউ বেওয়ারিশ নয়,
তবু অজ্ঞাত লাশের গায়ে বেওয়ারিশ শব্দটি জুড়ে দেয়া হয়
রাজধানীর বুকে বছর পেড়োতেই নিঃশ্বাস ভারি
দেড় হাজার বেওয়ারিশ লাশ, আঞ্জুমানে মুফিদুল ইসলাম
হিসাবের খাতা খুলে কুঞ্চিত ভ্রুক্ষেপ ছুড়ে হাঁকে
“একশো তেত্রিস নাম্বার লাশ!”
এভাবেই দাফন হয় বেওয়ারিশ লাশ;নামমাত্র
তার জন্য কারো হা-পিত্তেস নেই
অশ্রুসজল নয়নে মোনাজাত, রুহের মাগফেরাত কামনায়
কিংবা আঁধার কূয়াশা ঠেলে কারো মিছিল,
প্রতিবাদের সোচ্চার কন্ঠ নেই।
দিন দিন বেওয়ারিশের গলিত দুর্গন্ধে
নগরের বুকে বেওয়ারিশ কুকুরের দল মধ্যরাতে ডেকে যায়
ওরা বুঝে নেয়, বেওয়ারিশরা তাদেরই দলে।
পৃথিবীতে কেউ বেওয়ারিশ নয়
বেওয়ারিশের ও কোন নাম ছিল, পরিবার ছিল
হয়তো একটা নিজের আকাশ ছিল
কোন একদিন পাখী হয়ে উড়ার সাধ ছিল
কবিতার বর্ণমালার চয়নে কোন প্রিয়তী বা প্রিয়;
প্রাণ জুড়ানোর কথা ছিল।
হয়তো তারও ঘরে ফিরার তাড়া ছিল
মমতার আঁচল বিছিয়ে,
জননী তার সন্তানের প্রিয় কুলি পিঠা করেছিল
হতে পারে তারও আধো বুলি মাখা সন্তান ছিল
অধীর অপেক্ষায় পিতা এবার বিশ্রাম নেয়ার কথা ভাবছিল।
পৃথিবীতে কেউ বেওয়ারিশ হয়ে জন্মায় না
যুগে যুগে মানুষ জন্ম দিয়েছেন মানুষ,
চক্রাকারে নিজস্ব বংশগতি রক্ষার্থে
একটা নির্দিষ্ট সময়ের পর রেখে গেছেন তার ওয়ারিশ
তবে কেন মৃত্যুর পর মানুষকে বেওয়ারিশ লাশ হতে হয়?
হতে পারে পৃথিবীর প্রয়োজন অতি সামান্য, তবু
কেউ মূল্যহীন নয়!
ধরনী বিদায় জানায় তার নিজ প্রয়োজনে
তাই বলে মানুষের পরিচয় মুছে ফেলে না
হোক স্বাভাবিক কিংবা অস্বাভিবিক,
মৃত্যুর পর মানুষের পরিচয় কেন হবে বেওয়ারিশ?

Add to favorites
1,133 views