আমি একটা লাশ লিখা: মিনা -
Kolpona mina
Published on: ফেব্রুয়ারী 19, 2020
গুমড়ে উঠে মন,গুমড়ে উঠে মন
আহারে জীবন!
স্বপ্ন গড়তে গিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে,
লাশ হয়ে আজ ফিরলো সে নিজের নিরালয়ে,
স্বপ্নগুলো নিয়েছে ছুটি আর ফিরবে না ঘরে
গুমড়ে উঠে মন, গুমড়ে উঠে মন,
একের পর এক লাশ হয়ে ফিরছে কারো প্রিয়জন।
কিসের নেশায়, কিসের আশায় ,
ছুটছে সবাই পিছু,
জীবনটা কেড়ে নিতেও হচ্ছে না তারা পিছু।
গুমড়ে উঠে মন ,গুমড়ে উঠে মন ।
এভাবেই কী দিতে হবে আমাদের জীবন ?
মা বুঝি আজ ভয়ে জেগে উঠেন মধ্যরাত
এই বুঝি ফিরে এলো আবরার ফাহাদ।
গভীর রাত,
মা খুব ইচ্ছা করছে তুমার কুলে মাথা রাখার,
বাবা আমি তোমার ছেলে আবরার,
স্নেহের ভাইটি আমার তোর সাথে আর হবেনা দেখা।
খুব কষ্ট হচ্ছেরে আমার,
আমি যেতে চাইনা এই পৃথিবী থেকে,
সবার সাথে বেঁচে থাকতে চাই।
বাঁচাও, বাঁচাও,
পৃথিবীর মানুষ কেউকি নেই ?
নাহ! কেউ নেই,
আমি চলে যাচ্ছি না বলেই,
ওরা আমায় মেরে ফেলছে…
কেন?
জানি এই উত্তর দিবেনা কেউ,
তবে মনে রেখো,
এইতো চিরবিদায় নিচ্ছি আমি,
মানবতা শব্দটি ভুলে যেও ।
মায়ের কান্না অনেক ভারী হবে,
বাবার চোখের পানি গড়িয়ে পড়বে মাটিতে।
ছোটনের কলিজাটা ফেটে যাবে ভাইটি আর নেই আমার বলে…
শোকের মাতম হবে বাড়িতে,
হ্যাঁ আমার জন্যই তোমাদের গুমড়ে উঠবে মন।
আমি যে মানবদের মধ্যে একজন।
তবে কিছু জীবন্ত মানব আমায় নতুন নাম দিয়েছে,
আজ থেকে আমি একটা মৃত মানবের লাশ ।

Add to favorites
1,893 views