বেলী ফুল লেখা: মিনা -
Kolpona mina
Published on: ফেব্রুয়ারী 19, 2020
বাসার নিচে রেলিং ঘেঁষে বেলী ফুলের গাছটি আজ অবধি সুবাস ছড়ায়
সেই ছোট বেলার ভালোবাসার ফুলগাছগুলো
আজও গন্ধ বিলায় ।
কোনএকদিন খুব শখ করে কুড়িয়ে নিয়েছিলাম
মুঠোভরা বেলী ফুল
আর মনের অজান্তেই একটি বেলী ফুলের মালা
গেঁথেছিলাম,
সাজিয়ে রেখে দিয়েছিলাম সুভাষ আর সৌন্দর্যের জন্য
সারারাত আমার ঘরটি ছিল বেলিফুলময় ।
ভোরবেলাতে ঘুম ভাঙতেই
চোখে পড়লো বেলী ফুলের শুকিয়ে যাওয়া বিবর্ণ মালাটির উপর,
কেমন যেন কালচে আর গন্ধ নেই ঘরে
অনেক শখের মালা আমার পরে রইলো মেঝের উপর
নিষ্প্রাণ গন্ধহীন ।
মালাটি তুলে নিয়ে রেখে দিয়েছিলাম খুব যত্নকরে ডায়রির ভাঁজে
কেনো জানি আজও ভালোবাসি এই বেলী ফুলের মালাটিকে,
অনেক পুরোনো এই মালাটির জন্য আজও অনুভূতি বদলায়নি
আমার আর মালা গাঁথা হয়না এখন ।
তবে ভালোবাসা কমে যায়নি বেলিফুলের জন্য
মেয়েটি আজ ও ফুল ভালোবাসে,
হ্যাঁ বেলী ফুল
আহ! কী সুভাষ আর কী সৌন্দর্য
শুভ্র সাদা এই ফুলগুলোই আমার প্রেম….

Add to favorites
6,763 views