বেহায়া রোদ্দুর -
শঙ্খ চিল
Published on: ডিসেম্বর 19, 2017
তোমার মনে পড়ে
যখন পড়ন্ত বিকেলের রোদ্দুর আমাকে স্পর্শ করতো,
ঠিক তখনই তোমার চোখ-মুখ জুড়ে বিরক্তের ছাপ!
তুমি হিংসে করতে রোদ্দুরকে ভীষণ
মুখ উঁচিয়ে ঝগড়া করতে একমনে,
কেনো রোদ্দুর আমাকে ছুঁয়ে যায়!
শেষ বিকেলের রৌদ্রটা আমার খুব পছন্দের ছিলো গো, খুব পছন্দের!
তাই ইচ্ছে করেই মুখ বাড়িয়ে দিতাম রৌদ্রের কোলে।
কিন্তু জানো,
আজকাল এখন আমার এসব একদম ভালো লাগেনা!
বিকেলের রোদ যখন আমায় স্পর্শ করে,
তখন আমার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠে,
যেমনটা তোমার হতো।
বড্ড অভিমান নিয়ে রোদ্দুর কে বলি- “খবরদার”
আমাকে ভুলেও আর ছুঁবে না, অথচ,বেহায়া রোদ্দুর
তবুও আমাকে অবিরত ছুঁয়ে যায়।
আমার কানে কানে চুপিসারে বলে,
“দ্যাখো, আমি তোমার ভালবাসার স্পর্শ নিয়ে এসেছি।
তাই বার বার তোমায় ছুঁয়ে যাচ্ছি গোপনে;
তোমার নিষেধ থাকা জেনেও,
আমি আবেশে দু’চোখ বন্ধ করি অনুভবে মাখি তোমার অদৃশ্য স্পর্শ।
সত্যিই তো তোমার-আমার মাথার উপর একই আকাশ,
একই আকাশের নিচে তোমার আমার বসবাস।
তাই তো ঐ বেহায়া রোদ্দুরের মলিন স্পর্শে,
হারিয়ে যাওয়া তোমার কাল্পনিক আভাস আজও টের পাই।

Add to favorites
3,309 views