ব্যর্থতা -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 18, 2016
কল্পনায় মেঘ ছুঁয়ে দিতে পারি
দূর আকাশটাও ছুঁয়ে দিতে পারি
শুধু পারি না;
তোর মনটা ছুঁয়ে দিতে!
স্বপ্ন ডানায় ভর করে পাড়ি দিতে পারি
তেপান্তর,
সাগর-নদী, পাহাড়-পর্বত ধাপড়িয়ে বেড়াতে পারি;
শুধু পারিনা;
তোর হৃদয়ে একটু বিচরণ করতে!
তোকে ভেবে ভেবে হাজারটা কবিতা লিখতে পারি
গাইতে পারি অজস্র গান
শুধু পারি না;
একবার তোকে স্পর্শ করে দিতে!
দক্ষিণা বাতাসের কাছে তোর গল্প শুনতে পারি,
সাগরের ঢেউয়ে শুনি তোর বুকের গর্জন
শুধু পারিনা;
আমার হৃদয়ের স্পন্দন থামাতে!
তোর জন্য হৃদয়ে ফুলের বাগান চাষ করতে পারি,
অসংখ্য ফুলে গাঁথতে পারি মালা
শুধু পারিনা;
একটি রক্তজবা তোর হাতে তুলে দিতে!
07 September 2016

Add to favorites
1,417 views