ব্যাগ কাঁধে -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 1, 2013
কাঁধে ব্যাগ-পানির বোতল নিয়ে হুটহাট বেরিয়ে পড়ি
রাস্তার ধুলো গুলো নাকে মুখে উড়ে,
পথিকের পায়ের ধ্বনি, থু করে কাঁসি ফেলা
ক্রিং ক্রিং শব্দে রিক্সা গুলো পাঁশ কাটে।
মোড়ের দোকানের চাচা অতি ব্যাস্ত ক্রেতা নিয়ে,
কম দামি কাপ এ চায়ের চুমুক!
রেডিও তে সকালের খবর,পরোটা ভাঁজির গন্ধ
পাঁশ থেকে সিগারেটের ধোঁওয়া
ব্যাগ কাঁধে উঠে দাঁড়াই।
ছোট্ট বাচ্চারা স্কুল এ যাচ্ছে
কেউবা রাস্তায় পড়ে থাকা খাবার খাচ্ছে
সবাই বাস্ত যার যার গন্তব্যে।
আমি হাঁটি আমার পথে,
মাথার ওপর রোদ যেন গলে পড়ছে
একই নিয়মে রোজ পথ চলা!

Add to favorites
1,385 views