ভাবনার বিকার -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 28, 2020
সেখানে অবিরত অমৃত খেলা করে ভেবে,
কলসের পসরা সাজিয়ে বসেছি দিনরাত,
নাগারিক হাহাকারে শুকনো গলাটা ভেজাবো অমৃত ঝড়ে,
তোমার ওষ্ঠের নির্মল কুয়াশায় যার নিরবধি বসবাস,
পৌষের শেষবেলার রোদেলা উদ্যানে ঝরা ওমের মতো,
আমার ভাবনারা খেলে গেছে তোমার আসন্ন ফাগুন বুকে,
যেখানে শুধুই ফুলের ছড়াছড়ি অহোরাত্র,
সুরেলা পাখির কুহুতান প্রাণে লয়ে,
জীবনের অবসাদকে করে মন্দার পর্বত,
মেতে গেছি অবিরত সমুদ্র মন্থনের প্রাণান্ত প্রয়াসে,
ভাবনায় বেঁধে অমৃতের অফুরন্ত ধারা,
ভুলে গেছি সমু্দ্র মন্থনে শুধু অমৃত নয়,
উঠে আসে বিষের বিষন্ন বিভীষিকা,
ভাবনার বিকারে পড়ে বিষকে অমৃত ভেবে করেছি পান,
নীলকন্ঠ নইবলে ধারণ করতে পারিনি কন্ঠে তার বিষক্রিয়া,
পরিশেষে বিষের ধর্মই দিল তার সহজাত শিক্ষা,
খন্ডখন্ড করে বসন্তের রাতুল লাবণ্যতা,
বোশেখের বেপরোয়া বিপন্ন দয়াহীন ঝড়ে ।

Add to favorites
1,183 views