ভার্টিগো -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 22, 2018
মাথার ভিতর রোলার কোষ্টার,
চলছে বিরামহীন
আমি চড়ি, সে চড়ে
উপর নিচ-নিচ উপর
উল্টে যায় ভূতল-উল্টে দেখি আমি
অঙ্গুষ্ঠ ঠেকিয়ে আকাশ পিঠে
চুমে যাই দিগন্ত রেখা, কম্পিত মনে
ভার-ভার মাতাল মগজ
তড়িতেই ছাঁরপোকা জীবন
এই সব যা কিছু
চোখের কার্নিশে
একদল ঝুলন্ত বাঁদুর,
দোল খায় হাওয়ায় ফুলে ফেঁপে
কোন মানে হয়?
কি বিচ্ছিরি যে লাগে
উপর নিচ কঠিন সঙ্গমে
জড়িয়ে ধরি গাছপালা
তরুলতা
সে আমায় খাঁমচে বুক ছিড়ে নেয়
আলো-আঁধার
আঁধার-আলো
কাড়াকাড়ি-মারামারি
ভারসাম্য রক্ষায় অহেতুক পায়চারী,
মন্দ নয়
দিন রাত পাখা ঘুরছে
আমি ঘুরছি-তুমি ঘুরছো
শব্দ দূষণ
প্রেম দূষণ
প্রিয় মায়ের মুখ
বড্ড তেঁতো লাগে
কি যে রাগ লাগে…
ভীষণ রাগ লাগে
ছিড়ে ফেলতে পারি এক টানে
নিঃশ্বাসের পাইপলাইন
কিন্তু কেন ছিড়বো?
মাথার ভিতর রোলার কোষ্টার,
ছিঁড়ে নেক পুরোটা, বাপের বেটা হলে
এই সব যা কিছু
কল্পলোকে নয়, মাথার ভিতর
নড়ে উঠে তীব্র গতিতে
মাথার ভিতর রোলার কোষ্টার
চলছে বিরামহীন;
সাইরেন বাজিয়ে।

Add to favorites
685 views