ভালবাসা -
আলী আহম্মেদ
Published on: আগস্ট 27, 2016
যদি ভালই বাসো তবে একটা গল্প লিখো ভালবাসার
যদি কাছেই আসো তবে একটা পথ খোঁজ কাছে আসার।
আর সব যদি হয় মোহের পাগলামী, তবে তা অনিবন্ধিত থেকে যাক,
নেই প্রয়োজন নিছক কল্পনার।
ভালবাসার সংজ্ঞা সার্বজনীন, যা মন চায় ভাবতে পারো
ইচ্ছে করলেই থাকতে পারো হৃদয়ের কাছাকাছি,
ইচ্ছে করলেই চলে যেতে পারো বহুদূরে।
যদি ভালবেসে হাসতে চাও তবে হাসতে পারো সীমাহীন
আর যদি কাঁদতে চাও তবে অশ্রুর বন্যা বইয়ে দিতে পারো।
যদি ভালবেসে ছলনা করো, তবে নির্ভুল অভিনয়ে করে যেতে পার
যদি অনেকটা কাছে চেয়েও না পাও, তবে বিরাট বোকা বনে যেতে পারো।
পাওয়া না পাওয়ার হিসাবের খাতাটা ধূলোয় ফেলে রেখে;
যদি ভালবেসে যাও তবে জেনে রাখো-
একদিন তুমি সফল হবে নয়তো সার্থক হবে ভালবাসার পৃথিবীতে।
25 August 2016

Add to favorites
1,747 views