ভালবাসি তোমায় -
Zubaer Kajol
Published on: নভেম্বর 8, 2016
~জুবায়ের কাজল~
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ….
সেদিন গ্রীষ্মের এক রোদেলা বিকেলে বলেছিলাম ভালবাসি
তুমি বাকহীন ছিলে, মুখে ছিল শুধু একটু ফিকে হাসি,
সেই হাসিতে মুগ্ধ হয়েছিল আমার, চারিপাশের বাতাস
সেদিন তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
গ্রীষ্মের পরে বর্ষা এল, নিয়ে আকাশ ভাঙ্গা বারি
সেদিন দেখেছিনু পাশে দাঁড়িয়ে আছে, বসনসিক্ত নারী,
তখন দুষ্টুমীর ছলে বলেছিলাম, থামিও না কন্দ্রন হে আকাশ
সেদিন তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
ডাহুক পাখিরা ডাকতে ডাকতে দূরে মিলিয়ে যায়
তাই দেখে বুকে জড়িয়ে বলেছিলে, ছেড়ে যাবেনাতো আমায়?
এই প্রণয়ের সাক্ষী ছিল শরতের সব কাশ
সেদিন তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ।।
বর্ষা, শরৎ, হেমন্তের পর শিশির ভেজা শীতে
ভুল করনি কখনও তুমি উষ্ণ আদর দিতে,
তোমার আদরে ফিরে পেতাম আমি জীবনের উচ্ছ্বাস
সেদিন তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ।।
মিলনের মাস বসন্তে এসে বলছিলে হাত ধরে
আমার জীবনের সকল ভাবনা শুধুই তোমাকে ঘিরে,
তোমায় বাহুতে জড়িয়ে ছেড়েছিলাম, প্রশান্তির নি:শ্বাস
সেদিন তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ।।

Add to favorites
1,111 views