ভালোবাসা -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 14, 2021
ভালোবাসা
জান্নাতুল ফীরদাউসী
ভালোবাসা
একটি আপেক্ষিক শব্দ,
যার অর্থ বিশেষ স্বার্থ যা
যখন তখন বদলায়,
ইচ্ছায় অনিচ্ছায় বদলায়,
একটি শিশু যখন জনম লয়,
যে তারে ভালোবাসে আগলে লয়,
সেও তার আদো বলে জড়িয়ে কয়,
তোমায় ছাড়া চলেই না।
কিন্তু একটু বড় যখন হয়,
মায়ের প্রয়োজন যখন ফুড়িয়ে যায়,
তখন ভালোবাসা ভিন্ন মোড় নেয়,
সে নারী হলে নর চায় একান্তে,
আর নর হলে নারীতে প্রশান্ত,
একে ছাড়া অন্যের চলতে চায় না,
মাত্রকিছুক্ষণ তারপর ভিন্ন আয়োজন।
স্রষ্টার প্রতি সৃষ্টির ভালোবাসায় নেইতো ভেজাল,
তবে সেটাও বিশেষ স্বার্থের বাহিরে নয়,
ভালোবাসা আসলে হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বললেও মন্দ হবার নয়।
স্রষ্টা প্রতিদান দিবসে উপহার দিবে বলে সৃষ্টি তাকে আনুগত্য করে ও ভালোবাসে।
ভালোবাসা ভালোবাসা !
আরে কিসের ভালোবাসা ?
সবই প্রয়োজনের প্রিয়জন বাজনার দুর্দান্ত সুর!
সময়ে আঁধার সময়ে নূর!

Add to favorites
461 views