ভাল থেক ভালবাসা বাই রুমানা পারভীন রনি -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
ভালোবাসা মানুষকে অনেক সময় সাহসী করে তোলে।কখনো বা বড্ড দুর্বলও করে দেয়। ভালোবাসাকে, ভালোবাসার মানুষকে কাছে পাবার জন্য মানুষ সাহসী হয়।আবার এই ভালোবাসার মানুষকে সুখী দেখার জন্য নিজের ভালোবাসাকে আড়াল করে দূরে সরে যায়। এখানে ভালোবাসা বড় দুর্বল। দূরে সরে গেলেই কি ভালোবাসা কমে? ভালোবাসাকে দৃঢ় করে পারস্পারিক বিশ্বাস। বিশ্বাস মজবুত হলে ভলোবাসার ভীতটাও মজবুত হয়। এ বিশ্বাস নিয়ে টিকে আছে ভালোবাসা। ভালোবাসার মানুষটাকে দেখার আশায় রোদ বৃষ্টি উপেক্ষা করে দাড়িয়ে থেকে অপেক্ষা করে কোন বিশেষ জায়গায়। একটু কন্ঠ শোনার জন্য বার বার ফোন দেয়। মুঠোফোনে একটু পর পর দেখে তার কোন ম্যাসেজ এলো কিনা। ভালোবাসার মানুষের জন্য নিজেকে বদলে নিতেও দেরী করে না। নিজের অপ্রিয় রং ও যদি প্রিয় মানুষের প্রিয় রং হয়, তাতেই নিজেকে সাজিয়ে তোলে।এতসব কেন করে? মানুষটাকে অনেক বেশী ভালোবাসে তাই। নিজের প্রিয় কোন কিছুও বিসর্জন দিতে পারে অবলীলায়। যদি কোন কারণে সেই ভালোবাসার আকাশে মেঘ জমে তখন শুরু হয় দুজনের কষ্ট পাওয়া। ঘুমের পরীটাও ওদের চোখে ঘুম দিতে ভুলে যায়। চোখের নিচে কালি জমা শুরু হয়। পুরোনো স্মৃতী গুলি জীবন্ত হয়ে ভেসে বেড়ায় চোখের সামনে। কেও কাউকে হারাতে চায় না। দু’জনেরই চেষ্টা থাকে মান ভাঙ্গানোর। এক সময় অভিমানের পালা শেষ হয়। ভালোবাসার বাতাসে অভিমানের কালো মেঘ অনেক দূরে উড়ে যায়। জয় হয় ভালোবাসা আর বিশ্বাসের। ভালোবাসার মানুষকে যেমন ভালোবাসতে হবে তেমনি বিশ্বাসও করতে হবে। দিতে হবে তার বিশ্বাসের মর্যাদা।দিতে হবে সম্মান। তবেই না ভালোবাসা ভালো থাকবে। নাহলে সারাটি জীবন কষ্ট পেতে হবে। কেউ কষ্ট চায় না, ভালোবাসা চায়। চায় মানুষটা আজীবন পাশে থাকুক। তার সাথে পাশাপাশি হেঁটে যেতে চায় শেষ গন্তুব্য পর্যন্ত। তাই নিজেকে ভালো রাখতে হলে ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে হবে। অনেকেই হয়তো পারি না এটা করতে।তাই বলে কি ভালোবাসাহীন জীবন কাটবে? না। তাইতো বলি ভালো থেকো ভালোবাসা। জীবনের সবখানে ছড়িয়ে পড়ুক ভালোবাসার রং। আর জয় হোক ভালোবাসার…….!

Add to favorites
1,540 views