ভালো লাগে না -
Ajmery
Published on: নভেম্বর 19, 2016
উঁকি দিয়ে আকাশ দেখি,
কত সুন্দর গোধূলি লগণ,
চার দেয়ালের এই জানালার ফাঁকে
বাইরে যেতে চাইছে না মন।
মুখ থুবড়ে বইয়ের পাতায়,
চোখ মেলে এপাশটা দেখিনা
অতৃপ্ত মন সংগীতে এখন
কিছুই আজকাল ভালো লাগে না।
চাঁদ মামার কাছে কেও খোঁজেনা টিপ
দেখিনা চাঁদ আজ আকাশের কোলে
মায়ের মুখে শুনিনা সে গান
শিশু দেখে চাঁদ আজ গুগলে।
কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠে
শিশির ভেজা পায়ে রমণী হাঁটে না
সুয্যি মামার ব্যস্ত সকাল
কিছুই আজ ভালো লাগে না।
ভয়ে কুকড়ে ক্যমেরা দেখে যে
শিশু মুখ লুকায় মায়ের ওড়নার ভাঁজে
ধর্ষিতা সে শিশু বড় হতে থাকে
তার বাগান সাজে দুঃস্বপ্নের মাঝে।
পত্রিকার পাতা ফেসবুকের নিউজ
সবই আজ চুপ,কেন কথা বলেনা?
আন্দোলনের জোয়ার ও চুপ হয়ে যায়
কবিতা লিখতে তাই আর ভালো লাগেনা।
কার ওপরে যে ছুটে যাবে ঘোড়া
বলা যায় না তা আর
চুপ হয়ে থাকাটাই সিস্টেম এখানে
মেনে চলতে হয় সবার।
গণতন্ত্রের মন্ত্র যে এখন
গিলিগিলি ফুসফুস কাজ করে না
নতুন করে সংজ্ঞায়িত এখন
পুরানো সংজ্ঞা কারো ভালো লাগে না।
নির্বাচনের ইস্তিহারে প্রতিজ্ঞা করে
কত কিছুই করব হলে আমরা সরকার
নতুন আসন পেলে পরে ধরে গলা টিপে
বলে,সত্যের চিৎকার বন্ধ হওয়া দরকার।
আর কত জ্বলবে ঘর মসজিদ ,মন্দির
মানুষ আমি আর কিছু বুঝি না
বিচার চাই বলব কত আর?
এভাবে নষ্ট হতে আমার ভালো লাগে না।
চাই একটা সোনালী বিকেল,
হাওয়ায় দুলানো কিশোরী এলো কেশী
শান্তিতে নামবে সুর্য পাটে
মায়ের কোলে শিশুর কোমল হাসি।
এই ক্রন্দন এই হাহাকার আর কত
এইবার বন্ধ কর!চিৎকার শুনতে চাইনা
মায়ের কান্না ,গৃহহীনের চোখের পানি
দেখতে আর আমার ভালো লাগে না।

Add to favorites
3,945 views