বলবো না -
আলী মোঃ ইউসুফ
Published on: মে 21, 2019
চলে গিয়েছিলে যেদিন কাদিনি আমি।
বলিনি আর যেও না ফিরে এসো।
হয়তো বলা হবে না আর,
জোনাকি ভালোবাসি তোমাকে।
হয়তো মাঝে মাঝে কষ্টে বুকে বেথা হবে,
তবুও বলবোনা ভালোবাসি।
কোন কথার মাঝে বলবো না শুধু তুমি আর আমি,
কথাটি শুনে তুমি আর হাসবে না।
বলবেও না হইছে পাগল।
আজান দিলেই তোমার বার্তা-ডাক আসবে না,
বলবে না যাও নামাজ পরে নাও।
ভালো লাগতো তোমার এই সুন্দর শাসন।
জানি তুমি ভুলে যাবে,
ভেবে দেখেছো কখনো তোমাকে কেউ কখনো ভুলবে কিনা!
খুব সহজে বলেছিলে সময় অপচয়,
বুঝতে পারোনি কতটা কষ্ট পেয়েছিলাম
বুক ভরা বেদনা নিয়ে আজ তুমি আছো,
আমি নেই। ভালো থেকো।

Add to favorites
1,063 views