ভূলে গেলি -
জিনিয়া আফরোজ
Published on: ডিসেম্বর 28, 2016
কথা ছিলো আমার দুঃখের কারণ হবি, সকল
বাধা নিষেধ ভূলে বন পাহাড়ের ঝর্ণা হবি,
জোনাক পোকার আলো হয়ে অন্ধকারে পথ
দেখাবি, অভিমানে মুখ ফেরালে বাতাস হয়ে
গন্ধ দিবি, অনেক রাতে শূণ্য বুকে একটু
চাঁদের আলো হবি, কথা ছিলো গোমড়া মুখে
একটু হাসির রেখা হবি, দিনের শেষে রাত্রি
এলে আঁধার রাতের জোৎস্না হবি, এক
বিকেলে সব ভূলে আমায় নিয়ে হারিয়ে
যাবি, হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে দুজন মিলে
শূণ্য হবি, হৃদয় মাঝে ক্ষত হলে সেই ক্ষতটার
দাগ হবি, সেই কথাটি ভূলেই গেলি?কথা
ছিলো বৃষ্টি হলে মেঘলা আকাশের সূর্য
হবি…………..

Add to favorites
737 views