মঙ্গলে মঙ্গল -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
বুধ,বৃহস্পতি নয়,আমি মঙ্গলেই যাবো প্রথম,
মঙ্গল পৃষ্ঠের লাল মাটির সাথে আমার
রক্তের বন্ধন আছে,
পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু আমার নখদর্পনে,
সেখানে আর বরফ থাকবে না,
আমি মানুষ;
পৃথিবীকে উষ্ণ করে ক্রমান্বয়ে বরফ শূন্য করে দেবো,
পৃথিবীর আকাশে বোমারু বিমানের শব্দ,
চঞ্চল প্রিয়ার সুনির্মল চরণের নূপুরের
ধ্বনির মতো লাগে আমার কানে,
দেশে দেশে পারমাণবিক বোমা তৈরীর প্রতিযোগিতা,
আমাকে চিন্তিত করে না মোটেও,
আমার শক্তি চাই সীমাহীন,
বিশ্বজয়ে বোমাই হবে আমার প্রধান হাতিয়ার,
জাত-বেজাতের সংঘর্ষে ম্লান করেছি ধরার সুখ-শান্তি,
সাগর-তলদেশকে ইতোমধ্যে’ই করেছি প্লাস্টিকের খনি,
মাছেরা খাবার হিসেবে শ্যাওলা নয়,
প্লাস্টিক খাবে আর মরবে,
মহাশূন্যকে করে দেবো ধীরে ধীরে আবর্জনার ভাগাড়,
স্যাটেলাইলের প্রতিষ্ঠার নামে সেখানেও
চালাবো ত্রাসের রাজত্ব,
শিল্পায়নের যুগে কবিতা,গান-বাজনার মতো শিল্প নয়,
অর্থ আর ক্ষমতা’ই আমাকে শিল্পের সুখ দেবে,
আমি’ই হবো এখানে সুনিপুণ শিল্পী,
পৃথিবীর বারোটা বাজানো আমার প্রায় শেষ,
এবার মঙ্গলেই আমার পাখির চোখ,
এভাবে ক্রমে ক্রমে মঙ্গলের মঙ্গল করে আমি,
একে একে খুঁজে নেবো বুধ
বৃহস্পতির সহ সৌরজগতের বিশাল সাম্রাজ্য,
তারপর মহাবিশ্বের মেরুতে আঘাত করে
শেষ পেরেক ঠুকে দেবো বৈকুন্ঠের লাবণ্যতায় ।

Add to favorites
171 views