মন ভাল নেই -
এইচ বি রিতা
Published on: আগস্ট 10, 2013
যখন একলা থাকি ঘরে কোণে
বিষন্ন মনে একা
যখন দুঃস্বপ্নের রঙ তুলিতে,
সপ্ন গুলি আকা
যখন একলা রাতে চুপিসারে
ভীষণ করে ভয়
যখন বাসের ভিড়ে আড়াল করে,
কান্না চাপতে হয়
যখন মনের আকাশে এক বিকেলে
খন্ড মেঘ করে খেলা
যখন বাঁশীর সুরে মন উড়ে যায়,
উদাস সারা বেলা
যখন নিরবতা হয় রাজসাক্ষী
মৌনতা চেপে ধরে গলা
যখন অস্থিরতার প্রহর শেষে,
গলায় অনাকাঙ্খিত মালা
যখন ভর দুপুরে হাওয়ায় উড়ে
আমার এলো চুল
যখন হিসাবটা রয় বাকির খাতায়,
পাতায় পাতায় ভুল
যখন চুপটি করে লুকিয়ে রাখি
ভিতরের সব জ্বালা
যখন উচ্ছাসের ঘরে দেখি,
ঝুলছে পুরোণো তালা
যখন ভাল লাগেনা আর কিছুতেই
হতাশার চাদর গায়ে
যখন সবুজ ঘাসেরা চুপিসারে,
জড়ায় আমার পায়ে
তখনই বুঝি …
মন ভাল নেই
মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই!

Add to favorites
1,473 views