মহীয়সী নারী -
Mithila
Published on: মে 21, 2019
ডার্ক,
তুমি নিশি রাতে পাশে সঙ্গী
আশ্বাসেরও হাত।
ডার্ক,
তুমি রুঢ় মনের কঠোরতার
কোমল দুটি হাত।
ডার্ক,
তুমি শেখাও কত মানব জীবনের ইতিহাস
শেখাও করতে প্রতিবাদ সকল অন্যায় আবদার।
ডার্ক,
তুমি বাসতে জানো কঠোর ভাবে ভালো
গভীর অন্ধকারে তুমি একটু আশার আলো।
ডার্ক,
তুমি চৌত্রের ক্ষরা তাপে পুড়িয়ে মারো
আবার মাঘের শীতের মত বুকে জড়িয়ে রাখো।
ডার্ক,
তুমি বাঁচতে শেখাও মাথা উঁচু করে
মনের যত দূর্বলতা মরুক চাপায় পড়ে।
ডার্ক,
তুমি মানবতার পাশে থাকো
হৃদয় উজার করে
তোমার জন্য অসহায় আবার
সুখের স্বপ্ন গড়ে।
ডার্ক,
তুমি প্রতিবাদী হয়ে দাড়াও অন্যায়ের তরে
তোমার তেজে সকল পাপ যায় পুড়ে।
ডার্ক,
তুমি মিলে মিশে থাকতে শেখাও সবে
বন্ধন ছিঁড়ে কে কবে
থেকেছে আর সুখে।
ডার্ক,
তুমি বিপদে মোদের নীরব হতে শেখাও
ধৈর্য্য ধরে বেঁচে থাকাও গল্প শুনাও।
ডার্ক,
তুমি আগলে রাখো মায়ের মমতা দিয়ে
বেঁচে থাকতে চাই অনেক বছর
তোমার মমতা নিয়ে।
০৩/০২/২০১৮

Add to favorites
695 views