মানবতার শপথ | এসপিএস শুভ -
Sps Shuvo
Published on: ডিসেম্বর 19, 2019
মানবতার শপথ
লেখাঃ এসপিএস শুভ
.
আমার দেশে গরিব দুখী
দেখতে পায় সবে,
তাদের পাশে হাত বাড়িয়ে
দুখ বিলিয়ে রবে।
শত কাজের পরেও তারা
খেতে পায় না তবু!
মানবতার দিক দিয়েও-
পাশে আসে না কভু।
মানবতার ডাকে সবাই
অভাবীদের তরে,
চোখের জল মুছে দিয়েই-
তাদের সুখী করে।
দুখ-কষ্ট তাদের মাঝে
ভিড় জমিয়ে থাকে;
সেই কষ্ট ভাগ করেই-
মুক্ত করি তাকে।
পাশে থাকবো সহায় হবো
মানবতার বেশে!
দুখ-কষ্ট দূর করিয়ে
আসবো তবে শেষে।
.
রচনাঃ ১১/১২/২০১৯ইং
চৌহালী,সিরাজগঞ্জ

Add to favorites
1,778 views