মানবিকতা আজ নির্বাসনে -
নিয়াজ সুমন
Published on: আগস্ট 13, 2016
হায়েনার ছোবলে বিবেক কাঁদে
আজ নিশ্চুপ নিরালায়,
পাশবিক নির্যাতনে উল্লাসিত হয়
মানুষরূপী কিছু অমানুষের দল।
অসহায় শিশুর কান্না, বাচাঁর আকুতি
কিছুই পৌঁছায় না নরপশুদের কানে
মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে
তাই কেউ আজ এগিয়ে আসে না
আশার প্রদীপ হয়ে।
নোটন,রাজন ঝরে যায় অকালে
নির্মম, নিষ্ঠুর অমানবিক বর্ববতায়।
□ 25 july 2015
উৎসর্গ- রাজন,নোটন

Add to favorites
2,687 views