মানুষের ভিন্নতা -
somia
Published on: নভেম্বর 20, 2017
মানুষ গুলজার প্রিয়-উচ্চাকাঙ্ক্ষায় ভুলে গেছে
সদাশয়তা কি!
ফয়েট’স এর মূল্যবান সুসি তাদের অভিলাষ,
ওদের অনুরক্তি নিহনশূ’তে
আমি রুদ্রগতি হই,কিছু মানুষের ডাল-ভাত পরেনা পেটেতে।
ওরা কি নিয়ে আপীত!
যেখানে পথের ধারের মানুষের জন্য তাদের হাত অসাড়।
ওরা ব্যস্ত গোলাপি শাপলায়
গার্ডেন পার্টি শোভিত করা নিয়ে,
আর পথশিশুরা ব্যস্ত কনকনে শীতে শাপলা তোলা নিয়ে।
বড্ড অবাক লাগে
মানুষের মৃত্যুতে কুকুরের চোখ ভিজতে দেখে,
বলিহারি হয়ে দেখি
মানুষের মৃত্যুতে অশ্রু নেই মানুষের চোখে!
ওরা নিজেদের সেরা বলে,
আমায় কেউ বলে যাও
“মানুষ কিসে সেরা-চেতনার অভাবে”!

Add to favorites
477 views