মানুষ ও পশু কাছাকাছি -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 9, 2017
রাত ১২টা।
শীতের প্রকোপে গাছের পাতারা সবুজ ছেড়ে হলদে
সদ্যফোটা ফুলটি একা, জড়োসড়ো
শহরের আঁধারে বাতিগুলো জ্বলজ্বলে
যেন ক্রিস্টমাস স্পেক্টাকিউলার
আঁধারের নগরী পাহাড়ায়,
কুকুরটি ঘেউ ঘেউ করে যায় অবিরাম
ক্ষুধার্ত চোখে রাহুল আর কুকুর;
একে অপরকে শুষে নেয়
হ্যা! এই আমাদের রাহুল
সদ্য ফুটা রাস্তার পাশে অযত্নে পড়ে থাকা রাহুল।
অদূরে পড়ে থাকে একটি পুটলা,
কানামাছিতে মাছির দল
সমঅধীকারে মানুষ আর পশু
কাড়াকাড়ি; বড্ড বাড়াবাড়ি
অসমতায় মানুষ পশুর বুকের কাছাকাছি।
কতক মানুষের হাতে ডি-সেভেন ফাইফ জিরো
লজ্জ্বাহীন জাতি; সেলফি আহ্লাদী
কেউ জানেনা,
ক্রমেই গাঢ় হয় পৃথিবীর অন্ধকার
উবে যায় মানুষের শরীরে মাটির গন্ধ।
নক্ষত্রজ্জ্বোল চোখে
রক্ত ঢেউ
যন্ত্রণায় বিদীর্ণ চাঁদ
প্রশ্ন ছুড়ে দেয় বুর্জোয়া তালুকে
নির্লিপ্ততায় রাহুল, পাশে কুকুরটি
লোলুপ দৃষ্টি বর্ষণে অযাচীত বিলাপ
প্রতিধ্বনিতে আছড়ে পড়ে বিশ্ব মানবতার দেয়ালে।
কুকুরটি তখনো ঘেউ ঘেউ ডেকে বলে;
মানবতা লঙ্ঘনের গল্প শেষ হোক।

Add to favorites
1,513 views