মানুষ -
Ajmery
Published on: ডিসেম্বর 10, 2016
আমি মানুষ ভবের
মানুষ তো আমি নই,
এতো দুঃখ আহাজারি
দেখেও আমি কেমনে সই।
অমানুষের কারখানার শহরে
আমি মানুষ কেমনে হই,
রক্তের স্রোত দেখেও
আমি চুপ করে রই।
নষ্ট সমাজ আমার গড়া
দোষ দিবো কারে?
করেছি আমি মিথ্যা প্রতিজ্ঞা
দুধে ভাতে রাখিবো আমার সন্তানেরে।
কান্না এখন কান্না লাগে না
দোলা দেয় না এই মনে,
মানুষ আমি হারিয়ে গেছি
হারিয়ে ফেলেছি হুঁশ গহীন অরন্যে।
আমায় জাগাতে আসবে না মুজিব
চেগুয়েভার কিংবা কোন মহীয়ান,
মানুষ তো ছিলেন তারাই যারা
মানুষের তরে বিলিয়েছেন নিজ প্রাণ।
মানুষ কে আজ গিলে ফেলেছে রাহু
গ্রাস করেছে কোন সে রাক্ষসী,
দীপশিখা হাতে রাক্ষস তাড়াতে
আসবেনা কিনা সে অশ্বারোহী?
এসো হে যুবা আলোর মশাল হাতে
অন্ধকারে ফোটাও নতুন প্রভাত,
মানুষরূপী সব অমানুষেরে হটাও
কর শয়তানেরে কুপোকাত।
৭১’শকুনের দলকে যে হাতে
তাড়িয়েছ তুমি বীর সন্তান,
আজ সেই হাতে ভাইয়ের বুকে
গুলি চালিয়ে কেমনে কর রক্ত পান।
তোমার বুকে কি শুধুই ক্ষরা?
চোখে কেন হিংসাত্মক আগুন?
তবে শুরু হোক জলোচ্ছ্বাস,সাইক্লোন
ধুয়ে দিক হিংসা আসুক নতুন ফাগুন।
এসো হে অশ্বারোহি,শান্তির দুত
বাঁধো তোমার ভাইকে বাহুডোরে,
ছড়াও সুবাস,ফোটাও হাসি
গড়ে তুল নিজেরে মানুষ পরিচরে
চাতক মন পিয়াসী এখন
তোমার পথ পানে চেয়ে,
শান্ত কর ধরা,দূর কর অন্ধকার
মানুষ তুমি,তোমার ভালোবাসা দিয়ে।
রচনা কাল ২/১২/২০১৬

Add to favorites
1,424 views