শত দুঃখ কষ্টের মাঝে
সুখি আমার মা,
আমার মুখ দেখে।
প্রসবের কষ্ট ব্যথা ভুলে যায়
আমায় বুকে রেখে।
মায়ের ভাষা শিক্ষা নিয়ে
আমার জীবন শুরু,
মা ডাক প্রথম শেখা
মা-ই আমার প্রথম গুরু।
অসুখ হলে মা কে ডাকি
শত কষ্ট কিংবা দুঃখে
মা কে ডেকেই শান্তি মিলে
হাজার ব্যথার মাঝে।
সারা রাত্রি জেগে থাকে মা
নেই যে কোন ক্লান্তি।
এটা খাবো মা,ওটা খাবো মা
বলেই যে কর্ম শেষ,
ঠিকই রেঁধে রাখবে মা
কষ্টের নাইকো রেশ।
তোমায় পেয়ে মা ধন্য আমি!
পৃথিবীর দেখিয়াছি মুখ,
শুধু তোমারি জন্য মা
ভালবাসার প্রথম পাতায়,
মা তুমি মোর গণ্য।

Add to favorites
2,009 views