মিথ্যে আকাশ -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 18, 2016
তুই আর আমি একদিন স্বপ্ন দেখতাম
আমাদের বিরাট বড় একটা আকাশ থাকবে
সেই আকাশে শুধুই তুই আর আমি
বিচরণ করবো
একবার যদি তুই আকাশের ভরা পূর্ণিমা হইতি
তো আরেকদিন আমি হতাম নীল মেঘ।
তুই আর আমি হাতের উপর হাত রেখে বুকের উপর বুক রেখে
হৃদয়ে হৃদয় ঘেঁষে স্বপ্ন দেখতাম;
আমাদের আকাশে দুপুরে থাকবে উজ্জ্বল রোদ
শেষ বিকেলে থাকবে সোনালি আলো
রাতের আকাশে থাকবে কোটি কোটি উজ্জ্বল নক্ষত্র।
তুই আর আমি স্বপ্ন দেখতাম-
আমাদের আকাশে থাকবে একটা বহমান নদী,
নদীর বুকে তুই আর আমি নৌকায় ভেসে বেড়াতাম;
আর গাইতাম জলের গান
চাঁদের আলোয় নদীর জলে হত অমর প্রেমের কাব্য।
তুই আর আমি স্বপ্ন দেখতাম-
আমাদের আকাশে একটা সবুজ বাগান থাকবে,
সেই বাগানে থাকবে তোর প্রিয় গন্ধরাজ আর আমার প্রিয় রক্তজবা।
ফুলে ফুলে ভ্রমর হয়ে উড়ে বেড়াতাম
ফুলের কলিতে কলিতে সুবাসে সুবাসে চলতো প্রেম আহরণ।
একদিন তোর আর আমার স্বপ্ন-
অবহেলায়, অযত্নে ভেঙ্গে গেলো!
তোর আকাশ আর আমার আকাশ হয়ে গেলো বিভক্ত
দুজনের পথ হয়ে গেলো ভিন্ন;
তুই হয়ে গেলি অন্য কোন আকাশের নিঠুর বাসিন্দা!
আর আমার আকাশের নির্মম পরিহাস!
এখন মনে হয় স্বপ্ন বলতে কিছু নেই!
এখন মনে হয় সত্য কোন আকাশ নেই!

Add to favorites
1,709 views