মিথ্যে আকাশ -
আসাদুজ্জামান শাওন
Published on: জুলাই 4, 2016
মিথ্যে আকাশ
আসাদুজ্জামান শাওন
———————————
আমি তাকে একটু ছুঁয়ে দেখতে চেয়েছিলাম
কিন্তু সে!
নীল শাড়ী শরীরে জড়িয়ে,
আমায় দেখিয়ে বলে-
এই দেখ আমি নীলে ডুবে আছি।
আমি তার কথার
মানে বের করার ব্যর্থ চেষ্টা করেছিলাম,
অতঃপর বুঝতে পারলাম
প্রেমিকা আকাশ হতে চায়!
প্রেমিকা যতবারই আনমনে তোমায় স্পর্শে আঁকতে চেয়েছি,
ততবারই তুমি মিথ্য আকাশ হওয়ার অভিনয় করলে।
বড় কষ্ট লেপটে থাকে মনে জানো!
শেষ পর্যন্ত তুমিও আকাশ হতে চাইলে।

Add to favorites
1,758 views