মুখোশ মানুষ ##মিনা -
Kolpona mina
Published on: জুলাই 18, 2020
ঐযে দেখছো মানুষ
সবাই পড়েছে অদৃশ্য মুখোশ
একের মধ্যে দুয়ের বাস
ওরা সবাই ভিন্ন মানুষ।
সামনে থেকে করে সালাম
পিছনে দেয় লাথি
মুখোশের আড়ালে ঢেকে যায় তাদের দুর্নীতি
বুজে উঠতে পারবে না এদের মতিগতি।
মুখে মুখে ওরা তোমায় দিবে কতো আশা
দিনশেষে দেখবে তুমি সবই ছিলো মিথ্যায় ঠাসা
অন্যের দোষ খুঁজে বেড়ানো এটাই ওদের কাজ
মন্দ কাজ নিজে করে নেই তাদের লাজ।
বড় বড় কথা বললে বড় হওয়া যায়না
ওরা মুখোশ পরে মানুষ সেজে করে কতো টাল-বাহানা
মন্দ কাজ করতে করতে এদের নাইযে হুঁশ
হায়! হায়! ওরা সবাই মুখোশ মানুষ।

Add to favorites
841 views