মুনশাই এক পেগ -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 21, 2017
অনাহুত বিভ্রান্তিতে আকাশ ছোঁয়ার অভিপ্সা ব্যত্যয় সময়ের নেশাগ্রস্ত ধুম্রজাল, নদীর উল্টোপথে বয়ে যাওয়া স্রোত টেনে ধরার বৃথা আস্ফালনে; ঘূর্ণয়নে পুরো নগরী ডুবে যায়।
অন্ধকার ঘেঁটে নিজ প্রতিবিম্ব দেখে কেঁপে উঠতেই বুঝে নেই বিষাদের রঙ বড় পানসে ধূসর। উড়ে যায় দুধ রঙ্গা বকের সারি; যেতে যেতে শূন্যতা পুতে রেখে যায় নগরীর বুকে।
অভাবী মানুষ গলা অবধী ঢেলে দেয় মুনশাইন মধ্যরাতে, নেশা জমে গেলে চোখের চারপাশে খেলা করে নগ্ন নর্তকীর দল! জীবন ভোগে আর ত্যাগে সে কি বিরক্তিকর বিভ্রান্তি, পতনের নিজস্ব শব্দময়তায় একা একা জ্বলে যায় যে নগরী, তার চোখে কেবল নেশার জমকালো আয়োজন।
বিমর্ষ নগরী ক্রমশ নীল হয়ে উঠে বুক ছিড়ে ফিনকি রক্তপাতে নীল ধুয়ে লাল জলছাপ! মুনশাইন অভ্যস্ত নগরী জানতো কি ম্যাথানল দখল করে ছিলো অপটিক নার্ভ সারারাত!

Add to favorites
812 views