মৃত্যুযুগের স্বরিত অভিধান -
আবতাহী চৌধুরী
Published on: নভেম্বর 14, 2020
এই মৃত্যুসমগ্র কিসের বিনিময়ে রচিত হচ্ছে?
বুলেট,বোমা,মারণাস্ত্র, নাকি অপেশাদার ক্ষুধা?
নগণ্য বীজ যখন গনহত্যার মূল হোতা,
তখন জাতির নগর পিতারা ব্যস্ত নিজেদের নোংরামির অবিরাম উদগিরনে।
এক সুবিশাল মারণ প্রতিযোগীতায় তারা শীর্ষ প্রতিযোগী।
বৈশ্বিক ব্যাধি যখন সামাজিক ব্যাধির সাথে হাত মেলায়,
তখন গনমৃত্যু পরিণত হয় গনহত্যায়।
অনৈতিক শব্দটির অপর অর্থ এখন সম্পূর্ণ বিপরীত।
মহামারী ছাড়া যে ছিয়াশি লক্ষ প্রাণ যায় শুধু ক্ষুধায়,
তার দায়ভার নিতেই এ বিশ্ব নারাজ।
আর এ তো গোদের ওপর বিষফোঁড়া!
সামগ্রিক অর্থনীতি নিয়ে যাদের এত মরাকান্না,
দারিদ্রে মৃতদের নিয়ে তাদের নেই বিন্দুমাত্র আক্ষেপ!
জেনেও তবু প্রশ্ন জাগে,
এই মৃত্যুসমগ্র কিসের বিনিময়ে রচিত হচ্ছে?

Add to favorites
526 views