মৃত্যুর পরে -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 29, 2018
একদিন যাবো বলে এসেছি যখন,
তবে চলেইতো যাবো ,
ভাবনার জানালায় হাত রেখে পরিয়াযী মন,
যাওয়া আসার মাঝে যা করেছে আপন,
মৃত্যুর পরে তারে ফিরে কি পাবো !
ভোরের শিশির মাখা স্বচ্ছ পথের নির্মল সে হাসি,
শৈশবের নাঙ্গা পায়ে যে সুধা নিয়ত মেখেছি গায়,
কতদিন খুঁজে দিল তারা কত অমরার দ্বার,
সে সকল দিনগুলো,
যখন নিজেই ভেবেছি নিজে ধর্ম অবতার ।
সেই সব হাত গুলো,
নিজ হাতে খুলে দিল যারা কত শংকার বেড়ি,
চলার বন্ধুর পথে সিন্ধু জয়ের দূত হলো অনিবার,
মৃত্যুর পরে সেই হাতগুলো ছায়া দেবে কি আবার !
আঁধার রাতে জোনাক জ্বলা সেই প্রভা,
যেই ক্ষুদ্র দিয়েছিল,
জীবনের মর্ম মূলে বর্ণীল দার্শনিক বিভূতি,
ফুলের পরাগ ছুঁয়ে যে মক্ষিকা,
প্রকৃতির খোলা হাটে বসায় সৌন্দর্যের বেসাতি,
যেই অনুরাগে ভোরের পাখি,
সুরের মূর্ছনা দিয়ে তোলে ভৈরবী রাগ,
যাদের দেখেছি আর হয়েছি অবাক ।
সময়ের রন্ধ্রে রন্ধ্রে অর্জিত প্রজ্ঞা,
বেহুলা লক্ষীন্দরের অতি কাঙ্ক্ষিত সেই বাসর,
মৃত্যুর পরে আবার,
যদি পেয়ে যাই মাতৃস্নেহে গড়া পৃথিবীর এই আসর !

Add to favorites
430 views