মৃত্যু ভ্রমণ -
আসাদুজ্জামান শাওন
Published on: জুন 15, 2017
মৃত্যু ভ্রমণ
আসাদুজ্জামান শাওন
—————————————
এ পৃথিবী প্রস্থান করার আগ মুহূর্তে
বেশ কয়েক’টি বার্তা লিখে চলে যাবো –
এরপর মৃত্যু ভ্রমণে বের হবো,
ওরা বিশেষ কেউ নয়।
এই ধরুন
প্রকৃতি – নদী-সমুদ্র;পাহাড়, নীল আকাশ ইত্যাদি ইত্যাদি।
যারা আমায় সৌন্দর্যের মানে শিখিয়েছিলো
শিক্ষা দিয়েছিলো মহৎ হতে;
মহৎ হতে পারিনি আমি।
আমার জন্মদাত্রী মা,যাকে আমি কোনদিন বলিনি – মা,আপনাকে ভালোবাসি!
প্রভু!তার জন্য ছিলো আমার লুকায়িত ভালোবাসা,আমি প্রকাশ করিনি।
মায়ের জন্য একটা বার্তা রেখে যাবো
“মা,ভালো থেকো – ক্ষমা করো আমায়।”
বেশ কিছু লিপিবদ্ধ মন খারাপের কথা – যা তাকে বলা হয়নি।
সর্বশেষ বার্তাটি লিখে যাবো আমার প্রেমিকার জন্য,
যাকে আমি ভালোবাসি।
তিনি আমায় শিখিয়েছিলেন প্রেম -ভালোবাসা;
অথচ,সে আমায় কোনদিন ভালোবাসেনি!
তার জন্যও রেখে যাবো একটি বার্তা
না বার্তা নয় ঠিক,একটি কবিতা;
অতল-অসীম প্রেমের ক্ষুদ্র বহিঃপ্রকাশ।
প্রভু,সে আমায় ভালোবাসেনি বিশ্বাস করুন!
না হলে তিনি দূরত্ব আঁকতে পারতেন না;
কথা ছিলো – অনন্তকাল সে আমার বুকে লেপটে থাকবে
ঠিক যেন মানচিত্রের বুকে অঙ্কিত সীমারেখা।
যদিও বার্তা কিংবা কবিতার সর্বশেষ লাইনে লেখা থাকবে –
“প্রিয়তমা,তোমায় ভুলিনি,ভালো থেকো।”
প্রভু!
প্রেমিকা কি বার্তা পড়বে অথবা কবিতা?
না’কি ছুঁড়ে ফেলে দিবে দূরে?
চিরন্তন সত্য যদিও বেশীরভাগ বার্তার নির্দিষ্ট কোন ফিরতি বার্তা আসবে না।

Add to favorites
845 views