মৃত জীবন -
তানভী হক
Published on: অক্টোবর 14, 2016
বহুদিন আমি যুদ্ধে যাইনি,
শত্রুর নিক্ষিপ্ত গুলি কতকাল
আমার কান ঘেষে ছুটেনি /
বিশ্ফরনের শব্দ, হাহাকার চীৎকার, আহাজানী
কতকাল যেনো শুনা হয় না /
তখন মৃত্যুর ভয় ছিল –
ছিল শিহরণ, লোমহর্ষক ঘটনা, উদ্দীপনা
এখন কিছুই নেই / যুদ্ধ যেনো শেষ /
আমি এখন ক্লান্ত, পরাভূত, অক্ষম এক সৈনিক /
ফ্যল ফ্যল করে তাকানো ছাড়া –
আর কিছুই করার নেই,
মৃত এ জীবন আমার /

Add to favorites
974 views