মৃন্ময়-৬৭ -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 25, 2016
মৃন্ময়, তোমাকে লিখতে বসলেই শব্দেরা কেমন হাড়িয়ে যায়
মোহবিষ্ট চিনচিনে বুকের ব্যথায় শূন্যতার ঘনত্ব বাড়ে!
দেখি জল পতনের শব্দ; দেখি বুকের ভিতর পাড় ভাঙে
ভাবি, শূন্যতার ও বুঝি কিছু নীরব কথা থাকে
মেঘে মেঘে সঙ্গমে আকাশ যেমন কাঁদে।
তবু মানুষ বাঁচে, আমি বাঁচি
সংশয় নিয়ে; বিপন্নতা নিয়ে
তবু বাতাস ঘুমায় চিরহরিৎতের বুকে।
মৃন্ময়, তোমাকে ভাবতে গেলেই কেমন যাতনা বাড়ে
বুকের ভিতর ঠকঠক হাতুরীর আঘাতে কিছু একটা ভাঙ্গে!
আকাঙ্খার অগ্নি দিয়ে গোধূলীর অবসানে
স্পন্দনহীন বেদনায় আঁধারের হুরুহুরি লাগে।
তবু মানুষ আঁধারকে ডাকে
বিশ্বাস নিয়ে; অবিশ্বাস নিয়ে
তবু পৃথিবী ঘুমায় আঁধারের কোলে।
তোমাকে বলতে গেলেই চোখে জলতরঙ্গের দাপাদাপি বাড়ে
অদূরে ডেকে যায় ডাহুক, টুপ করে একটি নক্ষত্র খসে পরে!
গহীন অরণ্যে সন্ধ্যামূখী সূর্য্য লুটিয়ে পরে টুপুস
তবু মায়াবী জ্বোৎস্না খুঁজে করুণার বাঁশীর সুর
তুমি কাঁদো, আমিও কাঁদি
পথের শেষে পথিক কাঁদে
তবু ভুল সন্মোহন কাটিয়ে জীবন আবারো ভুল করে।
মৃন্ময়, তোমাকে ভুলতে গেলেই কেমন অসহায় লাগে
মনে হয় তন্দ্রাঘোরে একটি মুখ, অপ্রাপ্তির বিশ্বাসে কাঁদে!
ভুলে যাই ব্যবধান, করুণার মায়াবী মিষ্টি সকালে
ব্যাথা আসে ফিরে মানুষের খুঁজে
তবু আগ্রাসী শূন্যতার মাঝখানে দাঁড়িয়ে অমানুষ খুঁজি
নির্লজ্জ্ব মায়ায় অকারণ তোমায় ডাকি!
মৃন্ময়, দেখেছি জলের গভীরেও জল বাড়ে
দেখেছি মৃত্যুর পর ও নিঃশ্বাস থাকে বেঁচে!
দাদীমা বলতেন,
ভুল করে ভুল মানুষকে ভালবেসে কষ্টে থাকা;
ওটাই নিখাদ প্রেম! ওটাই প্রায়োশ্চিত্ত!
মৃন্ময়, এ যাতনার কি নাম দেই?

Add to favorites
1,957 views